অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারে নেই প্রশাসনিক তৎপরতাঃজনমনে মিশ্র প্রতিক্রিয়া

0
529

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার পল্লীতে ৮ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী অপহরণ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নী এখনো।তবে বেনাপোল পোর্ট থানা পুলিশের তৎপরতায় অপহরণে জড়িত আশিক(২৫) নামের এক যুবক কে গ্রেফতার করা হলেও রহস্যজনক ভাবে তাকে থানা হতে ছেড়ে দেওয়া হয়েছে। গত বৃহষ্পতিবার(৬ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল পোর্টথানা পুলিশ ও বাঁকড়া ফাড়িঁর পুলিশ সদস্যদের যৌথ অভিযান পরিচালনায় বাকড়াঁ ইউনিয়নের খাট বাড়িয়া গ্রাম হতে আশিক কে গ্রেফতার করা হয়। আশিক ঝিকরগাছা উপজেলার বাকড়াঁ ইউনিয়নের খাট বাড়িয়া গ্রামের শওকত আলীর পুত্র ও পুটখালী গ্রামের বাবুল বিশ্বাসের জামাতা।গ্রেফতার হওয়া যুবক প্রাথমিক জিঙ্গাসাবাদে অপহরনে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে বেনাপোল পোর্টথানা সুত্র নিশ্চিত করেন।আশিক গ্রেফতারের পর অপহৃত ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ তুলে নেওয়া সহ প্রান নাশের হুমকি-ধামকী দেওয়া হয়ছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন।এরই ধারাবাহিকতায় একটি মহলের ইন্ধনে থানা হতে নাটকীয় ভাবে ৫ দিন সময় নিয়ে মেয়ে উদ্ধার করে দেওয়ার মোচলেকায় অপহরণের দ্বায়ে আটক আশিক কে থানা হতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।অপহরণকারী ছাড়া পাওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।অপহৃত ছাত্রী উদ্ধার না হওয়ায় পুলিশের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। ঘটনার তথ্য সুত্রে জানা যায়,গত ৩ আগস্ট সকালে বাড়ির সামনেই ঘোরাফেরা করছিলো অপহৃত স্কুল ছাত্রী।হঠাৎ করেই প্রতিবেশীদের দেওয়া খবরে পরিবারের সদস্যরা জানতে পারেন তাদের মেয়েকে সজিব নামের এক বখাটে জোর পূর্বক তুলে নিয়ে গেছেন। সজিব পুটখালী গ্রামের বাবুল বিশ্বাসের ভাগনে হওয়ার সুবাধে তাৎক্ষনিক কন্যার পিতা রাসেল সহ পরিবারের সদস্যরা বিষয়টি তাদের জানালে তারা মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।পিতা রাসেল ২ দিন অপেক্ষা করে কন্যা ফিরে না পাওয়ায় বেনাপোল পোর্ট থানায় অপহরণের অভিযোগ দ্বায়ের করেন ।পরবর্তীতে বেনাপোল পোর্টথানার সাব ইন্সেপেক্টর জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সজিবের অপহরন কাজে সহোযোগী যুবক আশিক কে গ্রেফতার করেন।পুলিশ অভিযানে অপহরণে জড়িতের দ্বায়ে গ্রেফতার আশিক কে থানা হতে ছেড়ে দেওয়া বিষয়ে এস আই জাকির হোসেন সাংবাদিকদের জানান,উভয় পক্ষের অভিভাবকরা বসে আপোস করে আটক আশিক কে নিয়ে গেছে।আকস্মিক অপহৃত কন্যার পিতার মত পরিবর্তন কে এলাকাবাসী রহস্য জনক হিসাবে দেখছেন।এ ছাড়াও ছাত্রী উদ্ধার ব্যাতীত অপহরণে জড়িত ব্যাক্তি থানা হতে ছেড়ে দেওয়া ঘটনায় প্রশাসনের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠেছে।