অবশেষে পুলিশের খাচাঁয় বাঘারপাড়ার আলোচিত সেলিম রেজা ওরফে বাদশা

0
525

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : অবশেষে বাঘারপাড়া পুলিশের খাচাঁয় বাঘারপাড়ার আলোচিত সেলিম রেজা ওরফে বাদশা। পুলিশের তালিকা ভুক্ত একাধিক মামলার আসামি যশোরের বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী বিশ্বাসের ছেলে সেলিম রেজা ওরফে বাদশা (৩৫) কে আটক করেছে । রোববার রাতে দড়াটানা থেকে তাকে আটক করে বাঘারপাড়া থানা পুলিশ। এস আই জিয়াউর রহমান জিয়া ও এসআই শাহাআলম সঙ্গীয় ফোর্সনিয়ে তাকে আটক করে। সোমবার সকালে ধৃত সেলিম রেজাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল আলম সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় বাঘারপাড়া থানা পুলিশ দড়াটানা থেকে সেলিম রেজা ওরফে বাদশাকে আটক করা হয়। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী ও বাঘারপাড়া থানায় খুনের উদ্দেশ্যে কুপিয়ে জখম, চাঁদা দাবি-চাঁদা গ্রহণ, ডাকাতিসহ ৭টি মামলা ও একাধিক জিডি রয়েছে। এছাড়া তার বিরুদ্দে রয়েছে মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগ। উল্লেখযোগ্য এসব মামলার মধ্যে কোতয়ালী থানায় গত ২০/০১/১৭ তারিখে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ ধারায় মামলা নং ৮৮, বাঘারপাড়া থানায় ২১/০১/১৭ ইং তারিখে ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৩৮৭/ ধারায় মামলা নং ১৮, যশোর আমলী আদালতে ০৯/১১/১৭ ইং তারিখে ৩৯২ ধারায় মামলা রয়েছে। এছাড়া যশোরের বিভিন্ন থানায় একাধিক জিডি রয়েছে তার বিরুদ্ধে। এদিকে একাধিক সূত্রে জানা গেছে সেলিম রেজা ওরফে বাদশা একজন ধুরন্ধর প্রকৃতির। সে নিজেকে ছাত্রলীগের উচ্চপর্যাযের নেতা পরিচয়ে দিয়ে বিভিন্ন সময় সুবিধা ভোগ করে আসছিল। এমনকি সরকারের উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে আলোচিত হয়ে ওঠে।এনিয়ে বিবৃতকর পরিস্থিতে পড়েন এসব কর্মকর্তারা। দীর্ঘদিন পলাতক থাকার পর সেলিম রেজা আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এলাকার অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here