অবশেষে যশোরে অগ্নিদগ্ধ প্রতিবন্ধী বিউটি মারা গেছে

0
349


বিশেষ প্রতিনিধি : পাঁচদিন অসহ্য যন্ত্রনা যন্ত্রনা নিয়ে অবশেষে মারা গেলেন প্রতিবন্ধী
বিউটি (২৮)। ৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের রুহুল আমিনের মেয়ে।
পারিবারিক সূত্রগুলো জানিয়েছেন, গত ৩ মার্চ সকালে বাড়িতে
অসাবধানতা বশত চুলার আগুন থেকে হঠাৎ তার গায়ের ওড়না ধরে যায়।
কিছু বোঝার আগেই তার শরীরের বাম পাশের অংশ পুড়ে যায়। বিউটির
চিৎকারে তার চাচিসহ অন্যান্যরা ছুটে এসে আগুন নিভিয়ে গুরুতর
অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে
তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন
হাসপাতালের চিকিৎসকরা। দরিদ্র রুহুল আমিনের পক্ষে টাকা জোগাড়
করা সম্ভব হয়নি। বিধায় মেয়েকে বাঁচানোর জন্য খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার পিতার আকুল সাহায্যেও হাত
বাড়িয়েছেন স্থানীয় ফ্রেন্ডস ক্লাব যশোর, কচিকাঁচা পরিষদসহ
অন্যান্য সংগঠন ও সাধারণ মানুষ । তবে বিউটিকে বাঁচানো গেলো
না।
৮ মার্চ শুক্রবার সকালে বিউটির মরদেহ বাড়িতে আনা হয়। প্রতিবন্ধী
বিউটিকে সব শ্রেণির নারী পুরুষ ভালবাসতেন। শুক্রবার শংকরপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়েরে মাঠে জুম্মাবাদ নামাজে জানাজা শেষে
বেজপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয় বিউটিকে।

প্রতিবন্ধী বিউটির মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের
প্রতি সমবেদনা জানিয়েছেন বেজপাড়া কবরস্থান রোড় কমিউনিটি
পুলিশিং ফোরামের সভাপতি আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব
যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু, সাধারণ সম্পাদক কাজী
আশরাফুল আজাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here