অবৈধপথে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে ৩৭ বাংলাদেশি আটক

0
428

আশানুর রহমান আশা, বেনাপোল প্রতিনিধি : অবৈধপথে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে ৩৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার সকালে পৃথক ৩টি অভিযানে বেনাপোল সীমান্তের দৌলতপুর ও সাদিপুর মাঠ থেকে ২১ ও ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী ও ৭ শিশু। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, অবৈধপথে বেশ কিছু নারী-পুরুষ ভারত থেকে দেশে ফিরছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের সাদিপুর ও দৌলতপুর সীমান্ত থেকে ৩৭ বাংলাদেশিকে আটক করে।
তবে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালাল চক্র।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব ও দৌলতপুর ক্যাম্পের নায়েক মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here