অবৈধ বাংলাদেশি থাকার খবর ভিত্তিহীন, এটা ভারতের পলিটিক্স: প্রধানমন্ত্রী

0
415

ম্যাগপাই নিউজ ডেস্ক : ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকার খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, এটা তাদের পলিটিক্স।

শনিবার (২৯ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে আর আতঙ্কের কিছু নেই। মানুষ এখন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। ভারতের আসাম ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, সেখানে অবৈধ বাংলাদেশি থাকার তথ্য ভিত্তিহীন। এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়।

শেখ হাসিনা বলেন, ‘আমি তো মনে করি না যে, আমাদের কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত; তারা সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’ বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ফেরত পাঠানোর চিন্তা তাদের নেই।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রায় ৬ হাজারের মতো নির্বাচন হয়েছে। আমরা এখানে দেখেছি, মানুষের মাঝে সাংঘাতিক একটা উৎসাহ। মানুষ ভোট দিতে যায়, পছন্দের মানুষকে সরকার হিসেবে নির্বাচন করতে পারছে, তারা গর্ব বোধ করে তারা ভোট দিতে পারবে। তিনটা সিটি নির্বাচনের দুটোতে আওয়ামী জিতেছে একটিতে বিএনপি এতে তো পরিষ্কার হয়ে যায়, সুন্দর একটি নির্বাচন পরিবেশ রয়েছে। আগামী নির্বাচন হবে।’

এছাড়াও সাক্ষাতকারে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ সবসময় পাশে ছিল বলেই রোহিঙ্গা সংকটের মত এত বড় একটি সমস্যা মোকাবেলা করা গেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের থেকে আমি অবৈধ অভিবাসীদের নিয়ে সাড়া পেয়েছি। বিশেষ করে কক্সবাজারের মানুষগুলো। তাদের সব থেকে বেশি কষ্ট। কারণ তাদের চাষের জমি বলেন, বনভূমি এসব তাদের দিয়ে দিতে হল। মিয়ানমারের সঙ্গে ইতিমধ্যে দুটো চুক্তি করে ফেলেছি। এবং তারা স্বীকার করেছে তাদের নিয়ে যাবে। প্রথমে আমরা কিছু পাঠাবো, তারা কি আচরণ করে সেটা দেখবো, তারপর আরো পাঠাবো।

এসময় ভারতের আসামে নাগরিকত্ব তালিকা প্রণয়ন এবং সেখানে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়ে দেশটির সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘ভারতে অবৈধ বাংলাদেশি থাকার বিষয়টি সত্য নয়। বিষয়টি নিয়ে ভারত সরকার এক ধরনের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা বোধহয় ভারতের পলিটিক্স। এটা তাদের নিজস্ব পলিটিক্স, তারা বলছে কিন্তু আমি মনে করি না আমার কোনো অবৈধ বাংলাদেশি সেখানে আশ্রয় নিয়েছে। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট মজবুত। তবে সেখানে গিয়ে কেন অবৈধ হবে?’

এসময় তিনি আরো বলেন, ‘কেউ যদি একথা বলে, তবে সেটা তাদের ব্যাপার। তবে বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলেছি প্রাইম মিনিস্টারের সঙ্গে, তিনি বলেছেন না, তাদেরকে ফেরত পাঠানো বা এমন কোনো চিন্তা তাদের নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here