অভয়নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসহায়তা প্রদান

0
111

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন গাজীর পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই খাদ্যসহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান ইয়াসিন গাজীর নিকট ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ ও এক কেজি মসুর ডাল হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান। প্রাথমিক পর্যায়ে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান।

প্রসঙ্গত, রবিবার (১১ সেপ্টেম্বের) সকাল আনুমানিক ১০ টার সময় উপজেলার বুইকারা গ্রামের মধ্যবুইকারা এলাকায় রঙমিস্ত্রির সহকারী ইয়াসিন গাজীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনের ঘর, রান্নাঘরসহ ঘরের মধ্যে থাকা টিভি, ফ্যান, নগদ টাকা, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।