অভয়নগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

0
90
Exif_JPEG_420

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনিুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পল্লী উন্নয়নের আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।
হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য তাওহীদ আল হাসান, শ্রৈণী শিক্ষক সাইফুল আলমসহ শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান সঞ্চলনা করেন মো. শরিফুল ইসলাম। কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। পরে প্রধান অতিথির হাত থেকে কিশোরীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।