অভয়নগরে পল্লী কর্মসংস্থান প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
132

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “উন্নত পল্লী, উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোগানে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী সংযুক্ত থেকে একযোগে ১৭টি উপজেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এস এম মাসুদুর রহমান। ভার্চুয়ালী সংযুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর বিআরডিবি’র উপপরিচালক মো. কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কি নোটপেপার উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক রাশেদুল আলম। দিনব্যাপী কর্মশালায় ইউপি চেয়ারম্যানসহ ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।