অর্থ আত্মসাতের অভিযোগে বিপাশার বিরুদ্ধে মামলা

0
328

জলসা প্রতিবেদক : চুক্তিভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী বিপাশা কবিরের বিরুদ্ধে মামলা করেছেন চলচ্চিত্রকার দেলোয়ার হোসেন (ডি হোসেন)।

চলচ্চিত্রকার দেলোয়ার হোসেন লিখিতভাবে জানান, তার এম এম ইন্টারন্যাশনাল এর ব্যানারে ‘র‌্যাব ভার্সেস টপ টেরর’ ও ‘লেডি টারজান’ শিরোনামের দুটি ছবিতে অভিনয়ের জন্য গত ১৭ জানুয়ারি বিপাশা কবির চুক্তিবদ্ধ হন। কিন্তু শুটিংয়ের দুদিন আগে বিপাশা তার বয়ফ্রেন্ডকে ছবিতে নেওয়ার জন্য নির্মাতা ডি হেসেনকে চাপ দেন। নির্মাতা এই দাবি মেনে না নেওয়ায় বিপাশা তার ছবিতে কাজ করা থেকে বিরত থাকেন। এতে ছবিটির কাজ যথাসময়ে শুরু করতে না পারায় নির্মাতা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং বিপাশার কাছে অগ্রিম দেওয়া অর্থ ফেরত চেয়েও পাননি।

ফলে বাধ্য হয়ে নির্মাতা ডি হোসেন গত ১ আগস্ট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত ৩ এ বিপাশা কবিরকে অভিযুক্ত একটি সি আর মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার- ৫১৬/১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here