অসহায় কৃষকের পাশে নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগ।

0
512

নিজস্ব প্রতিবেদকঃদেশব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাব এরই মধ্যে কৃষকের সোনার ফসল পেঁকেছে মাঠেরপর মাঠ। অপেক্ষা শুধু কাঁটা-বাঁধা আর মাড়াইয়ের কাজ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটের কারণে সঠিক সময়ে পাকা ধান ঘরে তুলতে পারছেন না অধিকাংশ কৃষক।

এমন পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দেন প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের পাঁকা ফসল ঘরে ওঠাতে সাহায্য করতে।

সারা দেশের ন্যায় যশোরের রূপদিয়া এলাকায় অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন এর নেতৃত্বে চাউলিয়া গ্রামের এক অসহায় কৃষকের জমির পাকা ধান কেটে দেন তারা।

জানতে চাইলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিরন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।