অস্ট্রেলিয়া, কানাডা, ইইউসহ ১২ দেশের রাষ্ট্রদূত রোহিঙ্গা ক্যাম্পে

0
484

কক্সবাজার প্রতিনিধি : বাজারের উখিয়া’র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যাম্প পরিদর্শনে এসে সন্ধ্যায় তারা ক্যাম্প ত্যাগ করেন।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, বিকেলে একটি প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক ও ইংল্যান্ডের রাষ্ট্রদূত কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাও বলেন তারা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূত। মতবিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের উপর কী ধরনের প্রভাব পড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তর বিষয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here