আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে-এমপি শেখ আফিল উদ্দীন

0
322

আরিফুজ্জামান আরিফ।।যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শার্শার সংসদ সদস্য আলহাজ্ব  শেখ আফিল উদ্দীন উপস্থিত বলেছেন, খেলাধুলার পাশাপাশি শার্শা উপজেলার প্রতিটি শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে হবে এক একটি উজ্জল নক্ষত্র। আর তখনই আমার এমপি হওয়া হবে স্বার্থক। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বিগত যে কোন সরকারের আমল থেকে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। তিনি শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃষ্টিশীল, আধুনিক, তথ্য প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান । পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভাল ভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

মঙ্গলবার সকালে বেনাপোল তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  বেনাপোল বলফিল্ড মাঠে  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর বর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর আহেদুজ্জামান বকুল ও তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম,উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সর্দার,সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপি সহ উপস্থিত অতিথী বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here