আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় বাংলাদেশে ৪০ জন কোয়ারেন্টাইনে

0
277

ম্যাগপাই নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব এ কথা জানান।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দু’জন ইতালি ফেরত। আসাদুল ইসলাম, বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এই আশঙ্কা রোধের জন্য আমরা ব্যবস্থাও করেছি। আমরা প্রথম জনের জন্য ৪০ জনকে ট্র্যাক করেছি। কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি।

আসাদুল ইসলাম বলেন, যেসব দেশে বেশি আক্রান্ত সেইসব দেশের অনঅ্যারাইভাল ভিসা স্থগিত করেছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ দিয়েছি- এগুলো করার দায়িত্ব পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
বিডি প্রতিদিন/ফারজানা