আগামী ২ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে

0
451

প্রশ্নপত্র ফাঁসরোধে এবার সিকিউরিটি ইনভেলাব ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার আশংকা
এম আর রকি : আগামী ২ এপ্রিল সোমবার থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিকিউরিটি ইনভেলাব ব্যবহার করবে। যা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত ও পরিবেশ মন্ত্রণালয় অনুমোদিত পলিপ্যাক ব্যাগে প্রশ্নপত্র রাখা হবে যা পরীক্ষার কিছূ সময়ের মধ্যে পরীক্ষার্থীদের কাছে পৌছাবে। প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের নতুন এই কৌশল কতটা বাস্তবায়ন হয় তা এখন দেখার অপেক্ষা মাত্র।
বোর্ডের নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে,চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়ায় সরকারের শিক্ষা মন্ত্রণালয় পড়ে দারুন সমালোচনায়। এমনকি শিক্ষা মন্ত্রীকে পদত্যাগ করার বিষয়টি সারাদেশে নানা আলোচনা উঠে আসে। পরীক্ষার শুরুর দিন থেকে প্রায় প্রতিদিন প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে দেশের বিবিন্ন টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা ফলাও করে সংবাদ প্রকাশ করেন। সারাদেশে প্রশ্ন পত্রসহ ধরা পড়েন অনেকে। এ বিষয় নিয়ে সরকার একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত টিম তদন্ত করে প্রশ্ন পত্র ফাঁসের বিষয়ে সত্যতা পেয়ে রিপোর্ট পেশ করেন। শিক্ষা মন্ত্রণালয় পড়ে দেশের জনগনের নানা প্রশ্নের মুখে। এক পর্যায় সরকার এসএসসি প্রশ্নপত্র ফাঁস থেকে শিক্ষাগ্রহন করে এইচএসসি পরীক্ষায় কিভাবে এটা রোধ করা যায়। তা নিয়ে দেশের শিক্ষাবোর্ডগুলির চেয়ারম্যান,পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় দিক নির্দেশনা মূলক সভায় বসে। এছাড়া বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে সভায় মিলিত হন। সভায় কলেজের শিক্ষকেরা তাদের মতামত পেশ করেন। মাঠ পর্যায় কলেজ শিক্ষক ও বোর্ডের কর্মকর্তাদের মতামত নিয়ে একটি সিদ্ধান্তে সরকারের শিক্ষা মন্ত্রণালয় পৌছান। প্রশ্নপত্র ফাঁসরোধে সিকিউরিটি ইনভেলাব ব্যবহারের সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত করা হয়েছে। যার মাধ্যমে কোনভাবে প্রশ্নপত্র ফাঁস হবে না বলে সূত্রগুলো মনে করেন। সূত্রগুলো আরো জানিয়েছেন,আগামী ২৭ মার্চ প্রশ্নপত্র ফাঁসরোধে চুড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত বৈঠকে আলোচনায় প্রশ্নপত্র ফাঁস রোধে যে দিক নির্দেশনা দেওয়া হবে তা বাস্তবায়ন করবে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র আপাতত মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানান,প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার যে সিদ্ধান্ত গ্রহন করবে তা হবে যুক্তিযুক্ত। তাছাড়া,তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার জন্য এখনও ভাবছেন। চলতি বছরে এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ২০ থেকে ২৫ হাজার অধিক পরীক্ষার্থী ও কেন্দ্র বাড়বে বলে নিশ্চিত করেছেন। গত বছরের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৪শ’ ৫৭জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ হাজার ৬শ’ ৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এদিকে চলতি বছরে গত ১৯ মার্চ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ১লাখ ১৭ হাজার ৮শ’ ৩০জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন চুড়ান্ত করেছেন। এর পর থেকে প্রতিদিন নতুন নতুন রেজিষ্ট্রেশন ও সংশোধনের কার্যক্রম চলছে। যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। গত বছরে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ২শ’ ২৫টি হলেও এ বছর ৫ থেকে ৭ টি কেন্দ্র বাড়বে বলে পরীক্ষা নিয়ন্ত্রনক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here