আগামী ৫-৭ তারিখ খুলনা বিভাগে পেট্রোল পাম্পের ধর্মঘট

0
316

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও কোম্পানীর হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জালানী তেল পরিবেশক সমিতি, ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে তিনদিন ধর্মঘটের ঘোষনা দেয়া হয়েছে। গতকাল প্রেসক্লাবে যশোরে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় জরুরী মতবিনিময় সভায় এ ঘোষনা দেয়া হয়। ঘোষনা অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর জালানী তেল পরিবেশক সমিতি, ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি পালন করবে।
জালানী তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সভাপতি আলহাজ¦ আব্দুল গফ্ফার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জালানী তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সহসভাপতি সাঈদ খান লিমন, রহমানসাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন বিগাীয় সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল হক টোটন, উপদেষ্টা সৈয়দ নূরূল হাসান,নির্বাহী সদস্য কাজী রফিকুল ইসলাম, খন্দকার মুজিবুর, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন খুলনা বিভাগীয় সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জালানী তেল পরিবেশক সমিতির যশোর জেলার সভাপতি জাহিদ হাসান টুকুন,সাধারন সম্পাদক আব্দুল কাদের যুগ্ম সম্পাদক ও দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, মোংলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন,ঝিনাইদহের সদস্য শরিফুল ইসলাম, কুষ্টিয়ার সাধারণ সম্পাদ আব্দুল হাই। এসময় খুলনা বিভাগের ১০ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতবৃন্দ বলেছেন জেলা প্রশাসন ও কোম্পানীর কর্মকর্তারা যদি আমাদের সাথে আলোচনায় বসেন। তাহলে সিদ্ধান্ত নেয়া হবে আরো কর্মসূচি ঘোষনা দেয়া গবে কিনা। তা না হলে আরো কর্মসূচি ঘোষনা দেয়া হবে।