আটককের আওতায় আসছে না যশোরে মাদক ব্যবসায়ী ও বিক্রেতারা

0
428

এম আর রকি : যশোরে পুলিশের দায়িত্ব ও কতর্ব্য নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিভিন্ন পেশার মানুষ। মাস খানেক পূর্বে প্রায় প্রতিদিন মাদকসহ বিক্রেতা ও ব্যবসায়ীদের গ্রেফতার দেখানো হলেও বর্তমানে গ্রেফতার না হওয়ায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে? যার ফলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে। পুলিশের কার্যক্রম শিথিল ভাব মনে করে মাদক ব্যবসায়ীরা ঈদুল ফিতর উপলক্ষ্যে মাদকের বড় চালান পাচারসহ বিভিন্ন স্থানে মজুত করছে বলে খবর পাওয়া গেছে।
শহরের বিভিন্ন পেশার মানুষের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান,মাস খানেক যশোর কোতয়ালি মডেল থানাসহ জেলা পুলিশের যে ধড় পাকড় কারবার ও মাদক ব্যবসায়ী,বিক্রেতা,সেবনকারী যে হারে গ্রেফতার হচ্ছিল। বর্তমানে কোন গ্রেফতার নাই। তাহলে পুলিশের দায়িত্ব ও কর্তব্য আগের চেয়ে শিথিল করা হয়েছে নাকি এ প্রশ্ন তুলেছেন যশোরের বিভিন্ন পেশা মানুষ।তারা আরো জানান,কোতয়ালি মডেল থানা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা প্রায় প্রতিদিন মাদকের চালানসহ মাদক বিক্রেতা ও সেবানকারীদের গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ ও নিয়মিত মামলা দিতো। বর্তমানে এমন পরিস্থিতিতে ভাটা পড়েছে। তার কারণ প্রতিদিন কোতয়ালি মডেল থানার হাজত খানা দেখলে বোঝা যাবে পুলিশের কর্মকান্ড কতটা শিথিল।অপর একটি সূত্র বলেছে,ইতিপূর্বে প্রতিদিন নূন্যতম ১০ থেকে ১৫জনকে মাদকসহ গ্রেফতার এবং মাদক আইনে নিয়মিত মামলা দেওয়া হতো সেটা কি সঠিক ছিল। অপর একটি সূত্র বলেছে,সেগুলি যথাযথা হলে বর্তমানে পুলিশের তেমন কার্যক্রম নাই কেন? সূত্রগুলো বলেছেন,খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দীন খুলনা বিভাগের ৬৩ থানার অফিসার ইনচার্জদের ডেকে এক বৈঠকে শ্রেফ জানিয়ে দিয়েছেন,জনগণ অহেতুক কোন হয়রানী না হয়। প্রকৃত অপরাধীদের কোন ছাড় নাই। চলতি মাসে কোতয়ালি মডেল থানায় প্রায় ৬০ টি মামলা নথিভূক্ত হলেও মাদক আইনে মামলা গোটা ১০। যা ইতিপূর্বের সকল রেকর্ডকে হার মানিয়েছেন। তার কারণ ইতিপূর্বে প্রতিমাসে যে মামলা লিপিবদ্ধ হতো তারা সিংহভাগই মাদক আইনে মামলা। বর্তমানে মাদক আইনে মামলার কোন হদিস মিলছেনা। তাহলে কি মাদক বিক্রেতারা তাদের ব্যবসা পুরোদমে শুরু করেছে পুলিশের দায়িত্ব ও কর্তব্যে শিথিলতার সুযোগে এমন প্রশ্ন যশোরে সচেতন মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here