আদালতের নির্দেশ উপেক্ষা করে মাগুরায় জবর-দখল করে একটি পরিবারকে গৃহ-হারা

0
481

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : তালার মাগুরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি জবর দখল পূর্বক সন্ত্রাসী কায়দায় একটি পরিবারকে গৃহ ছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার সন্ত্রাসী দলিল লেখক আব্দুল মালেকের ভয়ে পরিবারটি এখন গৃহ ছাড়া হয়ে আদালতের দ্বারে-দ্বারে ঘুরছে।
ঘটনার বিবরণে জানা গেছে, জেলার তালা উপজেলার মাগুরা মৌজার সি.এস ১৭৬৩ ও ১৭৬৫ নং খতিয়ান যাহার এস এ ১৮১৬, ১৮১৭, ১৮১৮ নং খতিয়ানে লিখিত ৩ একর ৮০ শতক জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে উক্ত জমি তৎকালীন জমিদার বিজয় গোপাল রায় চৌধুরী গংদের দখলে ছিল। দীর্ঘদিন উক্ত জমির খাজনা বকেয়া থাকায় তৎকালীন সাতক্ষীরা তৃতীয় মুনসেফ আদালতে ১৯৪৬ সালে ৩২৮৯ নং খাজনার মোকদ্দমার আনায়ন করত ডিগ্রি সিদ্ধান্তে ১৯৪৯ সালের ১৪৮৭ নং জারিতে মহাল নালিসী জমি নিলামে উঠে। ডিগ্রি পক্ষ নালিশি আদালতে প্রকাশ্যে ডাকে খরিত করত উক্ত নিলাম ভূমি আদালত যোগে দখল প্রাপ্ত হইয়া ২২/১/৫২ তারিখের ১৫৭ নং বয়নামা প্রাপ্তে খাষে স্বত্ববান দখলে থাকাকলে ভূমি বন্ধোবস্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সময় বাদী পক্ষের পূর্বাধিকারী সেখ সেকেন্দার আলী গত ০৭/০৬/৫৫ তারিখে ১১৭৬ নং রেজিঃ কুবুলিয়তী মূলে জমা বন্ধোবস্থ নেয়। পরবর্তীতে বন্ধোবস্থ প্রাপ্ত সেকেন্দার আলীর নিকট থেকে ০৫/০৩/১৪ তারিখে সোলে ডিগ্রি নিয়ে আমিনুর গংরা শান্তি পূর্ন ভাবে ভোগদখল করে আসছে। কিন্তু সুচতুর ভূমিদস্যু জাল জালিয়াতির হোতা ইসলামকাটী দলিল লেখক সমিতির বহুল আলোচিত দলিল লেখক আব্দুল মালেক তার ললুপ দৃষ্টি দিয়ে আমিনুরের বোন সেফালী খাতুনকে বাগে এনে সমস্ত সম্পত্তির মালিক বনে গেছে। এ ঘটনার প্রেক্ষিতে গত বুধবার আমানুরের ভোগদখলীয় বাড়ি, কৃষি জমি, গাছপালা সন্ত্রাসী স্টাইলে ভাংচুর করে জবর দখল করে নিয়েছে। সরেজমি গিয়ে জানা গেছে, আব্দুল মালেক উক্ত আমিনুরদের বাড়িতেই তার পরিবার নিয়ে বসবাস শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here