আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরা মতবিনিময়

0
449

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরা বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় বিনিময় করছেন।
গতকাল সকালে নবনির্বাচিত এই দুই উপজেলা ভাইস চেয়ারম্যান ফতেপুর ইউনিয়নে গেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, ফতেপুর ইউনিয়ন পরিষদের মেম্বার তবিবুর রহমান, শরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রাজু রানাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের স্বাগত জানান।
পরে ইউনিয়নের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপুল ও নীরা।
এদিকে, দুপুরের দিকে তারা বসুন্দিয়া ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় যোগ দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল বারিক, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাসান মোল্লা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আতিয়ার রহমান প্রমুখ।
বিকালে রামনগর ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিসার আলী, হাজী কাউসার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইকবাল হোসেন, মোরশেদ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল হাই, কামরুল ইসলাম, বাবুল আক্তার বাবু, মফিজুর রহমান, মাহমুদ হাসান, নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, আবু জাফর, জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা অনি, হাসান কবির প্রমুখ।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কবিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, কৃষকলীগ নেতা ফসিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কিরণ প্রমুখ।
এ সময় আনোয়ার হোসেন বিপুল ও নুরজাহান ইসলাম নীরার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সজিবুর ররহমান সজিব, সদস্য আরিফুর রহমান সাগর, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জবেদ উদ্দিন, রেজওয়ান হোসেন মিথুন, এমএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুন, পৌর ছাত্রলীগের সদস্য সাব্বির রহমান অনি, তসফিকুর রহমান রাসেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here