আন্তর্জাতিক ২৮ তম এশিয় জ্যেতিষ সন্মেলনে গোল্ড মেডেল পেল কেশবপুরের জ্যেতিষী বাসুদের চক্রবর্তী

0
284

উৎপল দে,নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ২৮ তম এশিয় জ্যেতিষ সন্মেলন ২০১৯ অনুিষ্ঠত হয়েছে। এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এবং বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে চট্টগ্রাম জিএমসেন হলে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।সমাপনী দিনে জ্যেতিষ শাস্ত্রে বিশেষ অবদান রাখার জন্য যশোরের কেশবপুরের সন্তান জ্যেতিষী বাসুদের চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং এসময় তাকে গোল্ড মেডেল,ক্রেস্ট ও সনদপত্র প্রধান করেন অতিথিবৃন্দ। এশিয়ান এস্ট্রলজার্স কংগ্রেস এর চেয়ারম্যান ড. মুহম্মদ আনিসুল হকের সভাপতিত্বে প্রধান অথিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়ের আ.জ.ম নাছির উদ্দীন। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে গোল্ড মেডেল ও সনদপত্র পেয়েছে প্রাপ্ত হয়েছেন কেশবপুরের সন্তান জ্যেতিষী বাসুদের চক্রবর্তী।