আন্ত জেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্য গ্রেফতার, স্বর্ণালংকর ও মোবাইল উদ্ধার

0
486

এম আর রকি : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গত তিনদিন যাবত ডাকাতদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,মাদারীপুর জেলার কালকিনি গ্রামের পাতাবলি গ্রামের আব্দুল মজিদের ছেলে সেকেন্দার হাওলাদার,বরিশাল জেলার মুলাদী উপজেলার চরপদ্দা গ্রামের সামছুল হকের ছেলে ওহিদুল শিকদার,মাদারীপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর গ্রামের সামছুল হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদার ও যশোর কোতয়ালি মডেল থানার দেয়াড়া ইউনিয়নের ছোট গোবিন্দপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে হাফিজুর রহমান। গ্রেফতারকৃত ডাকাতদের দখল হতে যশোরের কোতয়ালি মডেল থানার আহসান নগর গ্রাম ও সাতমাইল বারী নগর বাজারের কাছে এক বাড়ি ও চৌগাছা উপজেলার কয়ার পাড়া গ্রামের এক বাড়িতে ডাকাতিকৃত লুন্ঠিত ৬ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের গহনা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনির উজ জামান জানান,সম্প্রতি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সূত্রে খবর পান একটি ডাকাত দল দেশের বিভিন্ন জেলা এলাকায় ডাকাতি করে থাকে। ডাকাত দলের সক্রিয় এক সদস্য যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় বসবাস করে। গোপন সূত্রে খবর মোতাবেক অফিসার ইনচার্জ মনির উজ জামানের নির্দেশে ডিবি পুলিশ শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা বর্তমানে দেয়াড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত জামাল ওরফে কাদের শেখের ছেলে সেলিমকে গ্রেফতার করে। সেলিমের স্বীকারোক্তি মোতাবেক ২৭ নভেম্বর গভীর রাতে সদর উপজেলার দোগাছিয়া হযরত শাহ সুলতান মাজারের পাশে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি বর্ষন করে। গুলিবর্ষন চলাকালে পুলিশের হেফাজতে থাকা ডাকাত সদস্য সেলিম দ্রুত পালিয়ে যাওয়ার এক পর্যায় গুলিবর্ষনের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেলিমের দেওয়া তথ্য মতে পুলিশ তার শ্যালক ছোট গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমানকে গ্রেফতার করে। এর পর পুলিশ ডাকাত কানেকশন অন্যান্য ডাকাতকে গ্রেফতার করে। বাকী ডাকাত সদস্যদের নাম সংগ্রহ করেছে। তারা এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে। হাফিজুর রহমানসহ অন্যান্য ডাকাত সদস্যদের বিভিন্ন এলাকা থেকে গত তিন দিন যাবত অভিযান চালিয়ে গ্রেফতার করে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মনির উজ জামান জানিয়েছেন। গ্রেফতারকৃত ডাকাতেরা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় যশোরের চৌগাছা থানার কয়ারপাড়া গ্রামের এক বাড়িতে গত ১৫ অক্টোবর,,যশোর সদর উপজেলার আহসান নগর গ্রামের এক বাড়িতে ৫ নভেম্বর ও সাতমাইল বারীনগর বাজারের কাছে এক বাড়িতে গত ১৩ সেপ্টেম্বর রাতে ডাকাতি করে। তাদের দখল হতে ডাকাতিকরা স্বর্ণের চেইন,আংটি,দুল,ঝুমকোসহ ৬ভরি ৪ আনা স্বর্নের গহনা উদ্ধার করা হয়। তারা আরো স্বীকার করে তারা ঢাকায় রিকশা চালানোর মাধ্যমে একজন আরেকজনের সাথে পরিচয় ঘটে। তারা সেখান থেকে মনস্থির করে যে যার জেলায় থাকে তার মাধ্যমে এলাকায় চেনা জানা। বিধায় ডাকাতি করার পরিকল্পনা শুরু করে। তারা ডাকাতি করার পূর্বে সকলে স্কুল ব্যাগ,জাঙ্গীয়া ও নাকে মাক্স ব্যবহার করে। ডাকাতি করার মূর্হুতের জাঙ্গিয়া ও ডাকাতি করে বের হওয়ার পর ব্যাগের মধ্যে থেকে প্যান্ট ও শার্ট পরে স্বাভাবিক ভাবে ডাকাতি করে ফিরে যায় যে যার গন্থব্যে। গ্রেফতারকৃত আন্ত জেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে বুধবার বিকেলে যশোর কোতয়ালি ও চৌগাছা থানার আমলদী আদালতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে। তারা ডাকাতি করার বর্ণনা দিয়ে বিজ্ঞ বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here