আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

0
502

নিজস্ব প্রতিবেদক : সরকারের দেওয়া আশ্বাস প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে ডাকা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা। তাদের এই ঘোষণার পর থেকে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্রলীগ কর্মীদের পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব।

এর আগে সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনকারী প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে আন্দোলন এক মাস স্থগিতের সিদ্ধান্ত আসে।

তবে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে এই আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান থেকে মাইকে বলেন, ‘সব শিক্ষার্থী আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। এ কারণে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে আন্দোলনকারীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি মোড়, দোয়েল চত্বর ও নীলক্ষেতের রাস্তা অবরোধ করে রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here