আবারো মোবারকগঞ্জ চিনিকলের কৃষকদের পাওনা ১১ কোটি টাকার দাবিতে বিক্ষোভ

0
353

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনি কলের কৃষকরা আখ বিক্রির পাওনা টাকার দাবিতে আবারো আখ চাষি কল্যান সমিতি বিক্ষোভ এবং ঘেরও বিভিন্ন কর্মসূচির ঘোষনা করেছে। রোববার সকাল ১০ টায় চিনি কলের অফিস ঘেরাও এবং বিক্ষোভ করে কৃষকদের আখ বিক্রির পাওনা টাকা আদায়ের দাবি করা হবে। মোচিকের আখচাষি কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু বলেন, মোচিকের প্রায় ৪ হাজার কৃষক আখ বিক্রি করে তারা টাকা পাচ্ছে না। কৃষকরা এখন প্রায় ১১ কোটি টাকা পাবে চিনি কলের কাছে। কিন্তু কৃষকদের পাওনা টাকা নিয়ে কর্মকতারা আমলে নিচ্ছে না।পাওনা টাকার জন্য কৃষকরা চিনি কলের কর্মকর্তাদের কাছে গেলে জানিয়ে দেওয়া হচ্ছে চিনি বিক্রি না হবার কারনে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। গত বছরের উৎপাদনের চিনি অবিক্রি রয়েছে ২ হাজার ৫,শত কোটি টাকার। এ বছরের উৎপাদনের চিনি তো সবই রয়েছে। গত ৬ মার্চ মোবারকগঞ্জ চিনি কলটি মাড়াই কার্য দিবস শেষ হয়। গেল মাড়াই মৌসুমে চিনিকল কর্তৃপক্ষ কৃষকদের আখ বিক্রির মাত্র ২ কোটি টাকা প্রদান করেছে। এখন ও পাওনা রয়েছে প্রায় ১১ কোটি টাকা। আর এ টাকা কৃষকরা কবে পাবে তার কোন নিশ্চয়তা দিতে পারছে না মিল কর্তৃপক্ষ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মিলে আখ বিক্রির পাওনা টাকার জন্য কৃষকরা মিলে এসে ভীড় করছে আর কর্মকর্তাদের সাথে ঝগড়া করছে। কিন্তু মিল কর্তৃপক্ষ বিষয়টি কোন প্রকার আমলে নিচ্ছে না। এদিকে মোবারকগঞ্জ চিনি কলে কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারি রয়েছে প্রায় ১১শ। তারা গত জানুয়ারি মাস থেকে বেতন ভাতা পাচ্ছে না। প্রায় ৩ মাস বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এর আগে মোচিক শ্রমিক ইউনিয়ন তাদের বেতনে ভাতা ও অন্যান্ন পাওনাদির জন্য মোচিকে গেট মিটিং করেছে। কিন্তু কর্তৃপক্ষের গাফলতির কারনে তাদের বেতন ভাতা ও কৃষকদের পাওনা টাকা দিচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here