আবারো যশোরে জেলার বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা ।। বোমা ও নাশকতা কর্মকান্ডের সরাঞ্জাম উদ্ধার

0
433

বিশেষ প্রতিনিধি : সোমবার দুপুরে যশোর শহরের মণিহার মোড় খুলনা মহাসড়কের ২২৭ শ্রমিক অফিসের সামনে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর অভিযোগে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ২১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। কোতয়ালি মডেল থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় যশোর সদর উপজেলার ঘুনি পূর্ব পাড়ার আব্দুল খালেকের ছেলে নাজমুল হুদাকে গ্রেফতার দেখিয়েছে। পুলিশ গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের দখল হতে ১০টি বোমা,৫টি পেপসি কোম্পানীর খালি বোতল যার মধ্যে পেট্টোল,৬টুকরো কসটেপ,১০টি জ্বারের কাটি ও ৫টি লাঠি জব্দ দেখিয়েছে। পলাতক আসামীরা হচ্ছে,যশোর নতুন উপশহর এলাকার বাসিন্দা মৃত এসএম হকের ছেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকে সৈয়দ সাবেরুল হক সাবু,শহরের রেলগেট এলাকার আনসারুল ইসলামের ছেলে শাহিন, মোল্যাপাড়ার আমতলার মুজাম,একই গ্রামের রহমান, বারান্দীপাড়া কলোনী পাড়ার টেনিয়া,আরএনরোড মহল্লার লুৎফর রহমান ওরফে এল রহমানের ছেলে সোহাগ, নলডাঙ্গা রোড কাস্টমস গোডাউনের উত্তরের মৃত মোশারফ হোসেনের ছেলে মিন্টু,নলডাঙ্গা রোডের মনিরুজ্জামান মাসুম,নীলগঞ্জ সাহাপাড়ার বিপুল,আরএনরোড মহল্লার আতাউল্লাহ,নলডাঙ্গা রোডের ওয়াশিংটন,বারান্দীপাড়া কদমতলার পটল,সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলার নুর মিয়ার ছেলে গনি,সহোদর ইব্রাহিম,শহরের হাজ্বী মোহাম্মদ মহসীন রোড এইচএমএম রোডের মৃত আবুল মিয়ার ছেলে আলমগীর বাবু,লোন অফিসপাড়ার আব্দুর রহিমের ছেলে আকমাম,হাজ্বী মোহাম্মদ মহসীন রোডের রফিকের ছেলে ফয়সাল,ঘোপ সেন্ট্রাল রোডের আবু বক্কার সিদ্দিকের ছেলে রুহুল কুদ্দুস মুকুল ওরফে ডিস মুকুল,হাজ্বী আব্দুল করিম রোডের মৃত আবুল ফকিরের ছেলে আলী আকবর ও সদর উপজেলার ভায়না গ্রামের মৃত ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে কামরুজ্জামান ওরফে বিদ্যুৎসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন। সোমবার বিকেলে দায়েরকৃত এজাহারে এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান বলেছেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে উল্লেখিত স্থানে সমাবেত হয়েছে। পুলিশ উক্ত স্থানে পৌছালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে আসামীরা পালিয়ে যাওয়ার এক পর্যায় নাজমুল হুদাকে গ্রেফতার করে। তার সহযোগী উল্লেখিতরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের ফেলে যাওয়া বোমা ও বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে নাশকতা মুলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি মামলা রুজু করেন। নাজমুল হুদাকে আদালতে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here