আমদানীকৃত ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান ফেনসিডিল সহ নিষিদ্ধ পন্যআটক

0
179

আশানুর রহমান আশা বেনাপোল : আজ ২ মার্চ সকালের দিকে আমদানীকৃত ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান শাড়ি, থ্রিপিচ, মদ,ফেনসিডিল, কারেন্টজাল সহ বিভিন্ন নিষিদ্ধ সামগ্রী আটক করে কাষ্টমস কর্তুপক্ষ। বেনাপোল কাস্টমস জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বন্ডের লাইন্সের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের গাড়ীর ভিতর বিপুল পরিমাণ ঘোষণা বহিভুত আমদানী নিষিদ্ধ মদ, ফেন্সিডিল, ওষুধসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আনা হয়েছে। এ ধরনের সংবাদ পাওয়ায় কাষ্টমসের একটি টিম বেনাপোল বন্দর এলাকা থেকে ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নম্বরের একটি ভারতীয় ট্রাক জব্দ করে কাস্টমস হাউসে নিয়ে আসা হয় । পরে গাড়ী তল্লাশি করে ঘোষিত পণ্যের ভিতর থেকে আমদানী নিষিদ্ধ মদ. ১ হাজার বোতল ফেন্সিডিল, ১ হাজার পিস শলাকা বিদেশী সিগারেট, জর্দ্দা, বাজি নানা ধরনের ওষুধসহ বিপুল পরিমাণ ঘোষণা বহিভুত ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়। আটককৃত মালামালের মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

এব্যাপারে তিনি আরো জানান, সিএন্ডএফ লাইসেন্স বরখাস্ত করা হবে এবং মামলা করা হবে।