আমেরিকাকে নতুন শিক্ষা দেয়ার এটাই উপযুক্ত সময়: ইরান

0
349

ম্যাগপাই নিউজ ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী হুমকি ও অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি। তিনি বলেছেন, আমেরিকার আচরণে বিশ্ববাসী ক্লান্ত হয়ে পড়েছে; কাজেই মার্কিন সরকারকে নতুন শিক্ষা দেয়ার এটাই উপযুক্ত সময়।

তিনি মঙ্গলবার তেহরানে বলেন, দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার গালমন্দ ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না; কাজেই তাকে এমন আঘাত দিতে হবে যাতে সে নয়া বিশ্ব ব্যবস্থায় শক্তিমত্তার নতুন অর্থ উপলব্ধি করতে পারে।
সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন ট্রাম্প
মার্কিন আগ্রাসনের জবাব দেয়ার জন্য ইরান কঠোরভাবে প্রস্তুত রয়েছে- উল্লেখ করে জেনারেল জাযায়েরি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন উপস্থিতি ও আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে এবং বহু বছর আগে আমেরিকার কথিত ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনার মৃত্যু হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, তার দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্রমবর্ধমান উন্নতি যদি পশ্চিমাদের আজেবাজে কথায় বন্ধ হয়ে যেত তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই এই গৌরবময় পথে হাঁটা শুরু করত না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here