আর এস আর মেটাল ০৭-০৯ খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

0
53

ক্রীড়া প্রতিবেদক : আগামী ৯ই ফেব্রুয়ারি পর্দা উঠবে বাংলাদেশের সর্ব বৃহৎ বন্ধু সংগঠন এস এস সি ২০০৭ এবং এইচ এস সি ২০০৯ ব্যাচের খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে খুলনা বিভাগের ৮টি টিম এ টুর্নামেন্টে অংশ নিবে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে স্টেডিয়ামে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সাধারন সম্পাদক এবিএম আখতারুজ্জামান, নির্বাহী সদস্য এহসানুল হক সুমন, আনোয়ার হোসেন মুস্তাক, হিমাদ্রী সহা মনি, জেলা আম্পায়ার এ্যাস এর সাবেক সভাপতি খাইরুজ্জামান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এস আই নাজমুল আহসান, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান, যশোর লাভার্স টিমের অধিনায়ক মাসুম বিল্লাহসহ টুর্নামেন্টের সন্মানিত মিডিয়া পার্টনার দৈনিক গ্রামের কাগজের স্পোর্টস চিপ আবুল বাশার মুকুল, দৈনিক স্পন্দনের স্পোর্টস চিপ মারুফ কবির, দৈনিক কল্যানের স্পোর্টস চিপ এম এ রাজা, দৈনিক সমাজের কথার স্পোর্টস চিপ ইমরান হোসেন পিংকুসহ টুর্নামেন্ট কমিটির সদস্য ওমর ফারুক রনি, অনিদ্য, মাসুমসহ আরও অনেকে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে যশোর লাভার্স, যশোর টাইটানস, খুলনা লায়ন্স, খুলনা টাইগার্স, সাতক্ষীরা টাইগার্স, চুয়াডাঙ্গা স্টার্স, কুষ্টিয়া রাইডার্স এবং ঝিনাইদহ ফাইটার্স।