আলোচিত রিফাত হত্যাকান্ডের সাত আসামী যশোরে

0
570

ডি এইচ দিলসান : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ৭ কিশোর আসামীকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর মধ্যে বুধবার বিকাল চারটার দিকে ৬ জন এবং এর আগে আরো ১জনকে পাঠানো হয় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে।
আসামীদের বয়স ১৮ বছরের কম হওয়ায় মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী তাদের শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
বরগুনা কারাগার থেকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো কিশোর আসামিরা হচ্ছে- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬) এবং রাতুল শিকদার জয় (১৬।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ জানান, রিফাত শরীফ হত্যা মামলায় ৭ কিশোরকে যশোরে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকাল চারটার দিকে ৬ জনকে আনা হয়। এর আগে আরো একজনকে এখানে পাঠানো হয়েছিলো।
উল্লেখ্য গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। আহত রিফাতকে ওইদিন বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here