আল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা, কঠিন হুঁশিয়ারি এরদোয়ানের

0
186

অনলাইন ডেস্ক : আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত হামলার ঘটনা নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি রবিবার এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান আরও বলেন, যে নিজেকে মানুষ মনে করে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেমের ওপর হামলা করার বিরোধিতা করা তাদের নৈতিক দায়িত্ব। চুপ করে থাকা আর ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া একই কথা এবং ফিলিস্তিনির ওপর হামলায় সায় দেয়া।

তিনি বলেন, জেরুজালেম নিজেই একটি পৃথিবী এবং মুসলিমরা সেখানকার বাসিন্দা। পবিত্র জেরুজালেম সম্মান শ্রদ্ধা রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। সেখানকার মসজিদ আল-আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা করা।
উল্লেখ্য, গত শুক্রবার রমজানের জুমাতুল বিদা ও গতকাল শনিবার রাতেও ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অনেক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

সূত্র : বিবিসি ও ইয়ানি শাফাক।