ইউ এন ও’এর অনুমতি ছাড়া রাস্তা আটকানো যাবে না

0
1125

অনলাইন ডেক্স: সম্প্রতি ফটিকছড়ির বিভিন্ন এলাকায় প্রশাসনের অনুমতি না নিয়ে স্ব-স্ব এলাকার কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বাশঁ, গাছ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজেরা নিজেদের এলাকা লকডাউন করে দিচ্ছে। এ নিয়ে সে সকল এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন বলেন কেউ রাস্তা আটকাতে পারবে না।
এ ব্যাপারে তিনি একটি নির্দেশনা প্রদান করেন বলেন,সকল মেয়র এবং চেয়ারম্যানদের সদয় অবগতির জন্য জানাচ্ছি দয়া করে আপনাদের এলাকায় কেউ যাতে রাস্তা বন্ধ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। আজকে দেখলাম রাস্তা বন্ধ করে সেখানে সবাই আড্ডা দিচ্ছে৷ এতে করে ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে। কারণ রাস্তায় যারা থাকছে তাদের কেউ ভাইরাসে আক্রান্ত হলে যারা ঐ রাস্তা দিয়ে যাবে সবাই আক্রান্ত হওয়ার ভয় থাকে। অতি উৎসাহী হয়ে কিছু না করাই ভাল। এছাড়া রাস্তা আটকিয়ে অনেক জায়গার ভিতরে খেলাধুলা করে, সেটাও কাম্য নয়। ইমার্জেন্সি টাইমে আমাদেরও যেতে সমস্যা হবে। অতএব এ বিষয়ে মেয়র এবং চেয়ারম্যানগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি।