ইতিহাস-ঐতিহ্যের ধারক জেলা পরিষদ ভবন ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

0
355

যশোরের ১০ নেতার বিবৃতি

বিশেষ প্রতিনিধি : শতাব্দি কালের ঐতিহ্য যশোর জেলা পরিষদ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন যশোরের দশজন বিশিষ্ট রাজনৈতিক নেতা। এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিহাস ঐতিহ্য বিরোধী এ সর্বনাশী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়।
যে জাতির ইতিহাস নেই সে জাতি নিঃস্ব। যশোর জেলাবাসী সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের অধিকারী। কিন্তু এসব ইতিহাস ঐতিহ্যের স্মারকগুলো রক্ষার দায়িত্বে যারা তাদের, অজ্ঞতা, অদূরর্শীতা ও স্বার্থপ্রীতির কারণে একে একে ধ্বংস হয়ে যাচ্ছে।
জেলা পরিষদ ভবনটি সংস্কারের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে মূল নকশা অপরিবর্তিত রেখে সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মকে যশোরের ইতিহাস জানার সুযোগ দেয়া উচিত বলে আমরা মনে করি।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন, আওয়ামী লীগের যশোর জেলা সহ সভাপতি জহুর আহমেদ, বিএনপির জেলা সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, জাসদের জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, সিপিবির জেলা সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদের( মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাসিনুর রহমান এবং বাসদ’র জেলা কমিটির সদস্য আলা উদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here