ইনফো-সরকার তৃতীয় প্রকল্পে অনিয়ম হয়নি: বিসিসি

0
336

প্রযুক্তি ডেস্ক: ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের সেবা দেয়ার সরকারি প্রকল্প ইনফো-সরকার (তৃতীয় পর্যায়) প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) স্বায়ত্তশাসিত এই সংস্থাটি বলছে, এই প্রকল্পে পিপিআর ২০০৮ সহ সরকারের অন্যান্য বিদ্যমান আইন, নীতিমালা ও বিধি-বিধান অনুসরণ করা হয়েছে এবং হচ্ছে।

বুধবার বিকালে আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই প্রকল্পে নানা অনিয়ম ও শর্ত ভঙ্গের অভিযোগ করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এম এ হাকিম লিখিত বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন, ‘এই প্রকল্প অনুমোদন হলে দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি লঙ্ঘন করা হবে সরকারের তৈরি নীতিমালা।’

আইএসপিএবির সংবাদ সম্মেলনের অভিযোগ প্রত্যাখ্যান করে বিসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় দেশে দুই হাজার ৬০০ ইউনিয়নে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। এ জন্য ডিপিপি অনুসরণ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। দেশে বিদ্যমান এনটিটিএন (নেশনওয়াইড টেলিকমিনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যাকবোন ব্যবহার করে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নেটওয়ার্ক সম্প্রসারণ সংক্রান্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ করবে। বিদ্যমান নেটওয়ার্কের ওপর ভিত্তি করে কাজের সুবিধার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আটটি প্যাকেজকে দুটি প্যাকেজে রূপান্তর করা হয়।’

এ রূপান্তরে নিয়মের কোনো ব্যত্যয় করা হয়নি উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তিতে ডিপিপি সংশোধনকালে এটি সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হবে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংশ্লিষ্ট দরদাতাই দর নির্ধারণ করে থাকে। তাছাড়া দরপত্র আহ্বান ও মূল্যায়ন প্রক্রিয়ায় পিপিআর ২০০৮ এর বিধি-বিধান অনুসরণ করা হয়েছে এবং অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।’

দেশে বিদ্যমান নিয়ম অনুযায়ী এনটিটিএন প্রতিষ্ঠান আইএসপিদের কাছে ব্যান্ডউইথ বিক্রয় করে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলো গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রেও উক্ত নিয়ম অনুসরণ করা হবে। এতে বিভ্রান্ত হওয়োর কোনো সুযোগ নেই বলে দাবি করা হয়।

এনটিটিএনের লাইসেন্সের মেয়াদের অতিরিক্ত মেয়াদে চুক্তির অভিযোগের জবাবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিটিএন প্রতিষ্ঠান দুটি ২০ বছর অপটিক্যাল ফাইবার ক্যাবল রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশনসহ অন্যান্য সেবা প্রদান করার প্রস্তাব করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here