ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যশোরের পল্লীতে একটি পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায়

0
370

বিশেষ প্রতিনিধি : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যশোর সদর উপজেলার তেঘরিয়া নুতনহাট গ্রামের ফারুক হোসেন তার স্কুল পড়–য়া ছাত্রী ফাতেমা আক্তার ওরফে ফৌজিয়াকে নিয়ে পড়েছে মহা সমস্যায়। সন্ত্রাসীর ভয়ে মেয়েকে স্কুলে পাঠাতে পারছেনা।এ ঘটনা থেকে মুক্তি পেতে অবশেষে তিনি কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে ফারুক হোসেন রোববার সকালে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলেছেন,তার মেয়ে ফাতেমা আক্তার ফৌজিয়া বড় মেঘলা মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপাড়া করে। স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে বড় মেঘলা গ্রামের হোসেন আলীর ছেলে ইয়াছিন প্রেম নিবেদনের এক পর্যায় কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হয়ে ফৌজিয়া বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। ফারুক হোসেন ইয়াছিনের পিতা হোসেন আলীকে জানায়। বিষয়টি ইয়াছিন তার পিতার কাছে জানতে পেরে ফারুক হোসেনকে মারতে উদ্যোত হন। এমনকি ফারুক হোসেনকে হুমকী ধামকী দিতে থাকে। ইয়াছিনের ভয়ে ফারুক হোসেন তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। বিষয়টি আশপাশের লোক জানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here