‘ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে’

0
307

ম্যাগপাই নিউজ ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে এক ইরাকি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও গতকালের ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ছাড়া, ওই ব্যর্থতার কারণে মার্কিন ঘাঁটিটিতে অবস্থিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর আগে, বুধবার ভোর রাতে ইরানের অজ্ঞাত স্থান থেকে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের দাবি, এ ঘটনায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত এবং দুইশ’ সেনা আহত হয়েছে। তবে, ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, জেনারেল সোলাইমানিকে গত শুক্রবার ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। এরপর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: রেডিও তেহরান