ঈদকে সামনে রেখে ভিজিএফ এর চাউল বিতরণকালে জোরপুর্বক ট্যাক্স আদায়

0
340

ইকবাল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ভিজি এফ কার্ডধারীদের নিকট থেকে জোর পুর্বক ট্যাক্স আদায়ের অভিযোগ উঠেছে। এঘটনায় বিপাকে পড়েছে হতদরিদ্র অসহায় ব্যাক্তিরা। সরেজমিনে জানাগেছে, উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ে অত্র ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড়ের হতদরিদ্রদের মাঝে প্রায় ১১ শত পরিবারকে ১৪ কেজি ৫শ গ্রাম করে ভিজিএফের চাউল বিতরন করা হয়েছে। সেই সাথে ইউনিয়নের হতদরিদ্রদের কাছ থেকে বাধ্যতামুলক ভাবে ট্যাক্স আদায় করেছে ৫০ টাকা,১শ টাকা ও কারো কারোর নিকট থেকে ১শ ৫০ টাকা করে আদায় করা হয়েছে। এতে হতদরিদ্ররা চাউল নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে ট্যাক্স আদায়ের কারণ। ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে প্রতিনিধিকে বলেন চাউল নিতে এসে ট্যাক্সের টাকা আগে না দিলে চাউল দেওয়া হবে না। আমরা তো আর ট্যাক্সের টাকা কাছে নিয়ে আসেনি। এ সংবাদে বিপাকে পড়ে যায় হতদরিদ্র অসহায় মানুষগুলো। অনেক কষ্টে ট্যাক্সের টাকা জমা দিলে তারপরে চাউল দেওয়া হয়। এ ব্যাপারে গ্রাম পুলিশ ভোলা’র নিকট জানতে চাইলে তিনি বলেন চেয়ারম্যান বাবু আমাকে ট্যাক্সের টাকা আদায় করতে বলেছেন তাই আমি আদায় করছি । রবিবার সকাল ৮ টায় ভিজিএফ চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here