ঈদ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে যশোর

0
467

নিজস্ব প্রতিবেদক : যশোরে রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের পর পর্যন্ত গোটা শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নোয়া হবে।এসময় আইনশৃংখলা বাহিনীর পোশাক পড়া সদস্যদের পাশাপাশি থাকবে সাদা পোশাকে বিািভন্ন সংস্থার সদস্যরা । যে কোন ধরণের স্বহিংসতা এড়াতে ঈদ জামাতে কেউ যেন কোন রকম ব্যগ বহন না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখেতে হবে। তাছাড়া মসজিদে মসজিদে ঘোষনা দিয়ে জানিয়ে দিতে হবে এই খবর।এছাড়াও ঈদের ছুটিতে প্রতিটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সহ নিজস্ব গার্ডপ্রস্তুত রাখতে হবে।
যশোর জেলা আইন শৃংখলা কামটির মাসিক সভায় এ বিষয়ে জানানো হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুজ্জামন,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম পিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহমেদ, জেল সুপার কামাল হোসেনসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পলিশ সুপার ব্যাংক বীমা বা কোন ব্যক্তি নগদ টাকা বহনে পুলিশের সহায়তানেয়ার আহবান জানান। এছাড়া সভায় জেলার বর্তমান সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোস প্রকাশ করে এ অবস্থার আরো উন্নতির করার বিষয়ে আলোচনা করা হয়। সভা থেকে শহরের যানজট এড়াতে ব্যাটারি চালিত বিক্সা আটক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here