উন্নয়নের মহাযজ্ঞে মহেশখালী-মাতারবাড়ী

0
497

মহেশখালী-মাতারবাড়ীকে ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আর উপকূলীয় ওই এলাকা ঘিরে যে উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তার একটি সমন্বিত রূপ দেখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো মহেশখালী এলাকাকে একটি পরিকল্পিত শিল্পনগরী হিসেবে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী, যেখানে থাকবে পৃথক বিদ্যুৎ কেন্দ্র, ইকোনমিক জোন, ট্যুরিজম পার্ক ও শিল্পনগরী।
প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাকে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে ১৪ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ককে সভাপতি করে এই কমিটিতে অন্তত বিভিন্ন মন্ত্রণালয়ের ১০ জন সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেজার নির্বাহী চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিব ছাড়াও রয়েছেন— চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি। কার্যপরিধিতে বলা আছে, এই কমিটি মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের পরিবীক্ষণ ও তত্ত্বাবধান করবে। মহেশখালী-মাতারবাড়ী এলাকার সমন্বিত উন্নয়ন কার্যক্রমকে সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করার কথাও বলা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস আদেশে।সূত্রগুলো জানায়, মহেশখালী-মাতারবাড়ীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে এর আগেও এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ককে প্রধান করে একটি কমিটি হয়েছিল। তবে এবারের এই কমিটি আরও বৃহত্তর পরিসরে করা হয়েছে। সংশ্লেষ থাকতে পারে এমন সব মন্ত্রণালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে। কারণ সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় একদিকে যেমন বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে, তেমনি এর সঙ্গে একটি পরিকল্পিত শহর গড়ে তোলার উদ্যোগও রয়েছে। জানা গেছে, মহেশখালী-মাতারবাড়ী এলাকায় সমন্বিত এই অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকাবাসী এবং প্রতিষ্ঠিত বিভিন্ন অবকাঠামোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য একটি পরিকল্পিত নগর গড়ে তোলা হবে, যেখানে আধুনিক শিক্ষা ও স্বাস্থ্য সেবাসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে। যাতায়াতের জন্য হাইওয়ে এবং রেলওয়ে লিংক স্থাপন করা হবে যেটি কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত থাকবে। আর বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনকে নিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ বি ইনিশিয়েটিভ) গড়ে তোলার প্রয়াস রয়েছে তার কেন্দ্রবিন্দু হিসেবে মাতারবাড়ীকে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে ওই মহাপরিকল্পনায়। প্রস্তাবিত পরিকল্পনাকে দুর্যোগ ঝুঁকিমুক্ত রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে মহাপরিকল্পনায়। দুর্যোগ এড়াতে অপেক্ষাকৃত উচ্চভূমিতে আবাসিক এলাকা থাকবে, মাঝারি ভূমিতে গড়ে তোলা হবে সরকারি অফিস ও শিল্প-কারখানা আর নিম্নভূমিতে থাকবে পার্ক এবং মত্স্য খামার। প্রস্তাবিত জমির ব্যবহারও হবে পরিকল্পিত। প্রাকৃতিকভাবে পরিবেশ সংরক্ষণের জন্য জমি বরাদ্দ রেখে উপযুক্ততা বিবেচনা করে বাকি জমি শিল্প, কৃষি ও পর্যটনে ব্যবহার করা হবে। প্রাকৃতিক জলাধার এবং জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। পরিবহন ব্যবস্থা উন্নত করা হবে। নগরায়ণের চাহিদা অনুযায়ী শিক্ষা ও স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মাতারবাড়ীতে যে এনার্জি হাব হচ্ছে তার বাইরেও মহেশখালীকে আমরা একটি ট্যুরিজম শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। এ লক্ষ্যে সোনাদিয়া দ্বীপে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা হবে। এ জন্য প্রায় দশ হাজার একর জমি অধিগ্রহণ করে মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ীকে কেন্দ্র করে দুটি বিশেষ অর্থনৈতিক জোন হবে। একটি জোন হবে মাতারবাড়ী এনার্জি হাব, সেখানে পুরোটাই বিদ্যুৎ কেন্দ্র হবে। আরেকটি জোন হবে স্টিল মিল করার জন্য। এ জন্য মহেশখালী ধলঘাটা মৌজায় প্রায় ১৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা প্রায় তিন হাজার একর জমি নিয়ে এই পরিকল্পনাটি প্রণয়ন করতে চাইছি। বেজার এই কর্মকর্তা বলেন, মহেশখালী উপজেলার সমুদ্র উপকূলীয় মাতারবাড়ী এলাকায় নির্মাণ হচ্ছে সরকারের একাধিক প্রকল্প। মহেশখালীতে হচ্ছে দেশের এনার্জি হাব। এখানে নির্মাণ হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর ও ইকোনমিক জোন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি নতুন মাত্রা পাবে।সূত্র জানায়, মহেশখালী-মাতারবাড়ীকে নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে জাপানের কিয়াসু দ্বীপের অভিজ্ঞতা নিয়ে। দেশকে শিল্পে সমৃদ্ধ করতে গত শতাব্দীর ৬০-এর দশকে জাপান যে ‘প্যাসিফিক বেল্ট’ নীতি গ্রহণ করে তারই উদ্যোগ হিসেবে দেশটির রাজধানী টোকিওর উত্তর দিক থেকে কিয়াসু দ্বীপের ওসাকা পর্যন্ত ১২০০ কিলোমিটার এলাকা শিল্পায়নের জন্য চিহ্নিত করে। যেটি বাস্তবায়নের পর দশ বছরে জাপানের মাথাপিছু জাতীয় আয় দ্বিগুণ বেড়ে যায়। বর্তমানে ওই প্যাসিফিক বেল্টে ১০টি বড় আকারের অর্থনৈতিক জোন রয়েছে, যেখানে প্রায় ৫ লাখ শিল্প-কারখানা গড়ে উঠেছে। দেশটির মোট উৎপাদনের ৮০ শতাংশ আসে সেখান থেকে আর লাখ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে ওই সব কল-কারখানায়।
কিয়াসু দ্বীপের ওই অভিজ্ঞতা থেকে এখন মহেশখালী-মাতারবাড়ীকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জোনে একই রকম অর্থনেতিক হাব গড়ে তুলতে চাইছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here