উপজেলা চেয়ারম্যান থেকে শাহীন চাকলাদারের পদত্যাগ, অত:পর . . .

0
783

নিজস্ব প্রতিবেদক : দলীয় নির্দেশনা মেনে যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। গত ২৫ নভেম্বর তিনি এই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তবে বিষয়টি আজই প্রকাশ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

তিনি বলেন, ‘গতকাল সোমবার শাহীন চাকলাদার যশোরের জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র পাঠান। একজন ইউপি চেয়ারম্যান পদত্যাগপত্রটি নিয়ে আসেন। আজ মঙ্গলবার তার পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যানসহ কোন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন এমন কাউকে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একারণেই শাহীন চাকলাদার উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২৫ নভেম্বর রবিবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পরদিন সোমাবার তা জেলা প্রশাসকের কাছে পাঠান।
শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, শাহীন ভাই ২০০৮ সালে দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। ২০১৪ সালেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেই সময় নেত্রী (শেখ হাসিনা) মনোনয়ন না দিয়ে, বলেছিলেন তুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করো। তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও মনোনয়ন দাবি করেছিলেন, কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় দল মনোনয়ন দেয়নি।

শাহারুল ইসলামের দাবি, উপজেলা চেয়ারম্যান থাকায় দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহীন ভাই পদত্যাগ করেছেন। অন্য কোন কারণ নেই।

এদিকে, যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র আগেই দেওয়া হয়েছে।

বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

শেষ মুর্হূতে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের এই ‘পদত্যাগের’ ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়েছে।

গুঞ্জন রয়েছে, দলীয় হাইকমাণ্ডের গ্রিনসিগন্যালে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
শেষ মুর্হূতে যশোরের যেকোন একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে।

আওয়ামী লীগের রাজনীতে এটি সবচেয়ে বড় চমক। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহীন চাকলাদারের পদত্যাগের গুঞ্জন।

দলীয় মনোনয়ন পাচ্ছেন, এজন্য নাকি অন্য কারণে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটি পরিষ্কার নয়।
তবে এব্যাপারে চেষ্টা করেও শাহীন চাকলাদারের বক্তব্য পাওয়া যায়নি।
একটি সুত্র দাবি করেন শাহীন চাকলাদারকে যশোরের ৬টি আসনের যে কোন একটি তে মনোনয়ন দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here