এক নজরে তালেবান সরকার

0
209

অনলাইন প্রতিবেদক : আফগানিস্তানে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান।

মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার ডেপুটি হিসেবে কাজ করবেন মোল্লা আব্দুল গনি বারাদার এবং মৌলভী হান্নাফি।
তালেবানের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

হেড অব স্টেট: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
প্রথম ডেপুটি: মোল্লা আব্দুল গনি বারাদার
দ্বিতীয় ডেপুটি: মৌলভী হান্নাফি

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী : মোল্লা ইয়াকুব
ভারপ্রাপ্ত অভ্যন্তরীণ মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) : সেরাজউদ্দিন হাক্কানি
ভারপ্রাপ্ত পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী: মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা
ভারপ্রাপ্ত গণপূর্ত মন্ত্রী: মোল্লা আবদুল মানান ওমারি
ভারপ্রাপ্ত খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী: মোল্লা মোহাম্মদ এসা আখুন্দ

ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী: ক্বারী দিন হানিফ
হজ ও ধর্ম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মৌলভী নূর মোহাম্মদ সাকিব
ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী: মৌলভী আবদুল হাকিম শারিই
সীমান্ত ও উপজাতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মোল্লা নূরুল্লাহ নূরী

দাওয়াত-উ-এরশাদের ভারপ্রাপ্ত মন্ত্রী: শেখ মোহাম্মদ খালিদ
প্রতিরক্ষা উপমন্ত্রী: মোল্লা মোহাম্মদ ফাজিল
সেনাপ্রধান: কারী ফসিহউদ্দিন
উপ-পররাষ্ট্রমন্ত্রী: শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মৌলভী নূর জালাল

ভারপ্রাপ্ত শরণার্থী মন্ত্রী: খলিলুর রহমান হাক্কানি
ভারপ্রাপ্ত গোয়েন্দা বিভাগের পরিচালক: আব্দুল হক ওয়াসিক
কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক: হাজী মোহাম্মদ ইদ্রিস
রাষ্ট্রপতির প্রশাসনিক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক: আহমদ জান আহমদী

উপ-তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: জাবিউল্লাহ মুজাহিদ
গোয়েন্দা বিভাগের প্রথম ডেপুটি: মোল্লা তাজমির জাওয়াদ
গোয়েন্দা বিভাগের উপ প্রশাসনিক :মোল্লা রহমতউল্লাহ নাজীব
মাদকবিরোধী উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মোল্লা আবদুলহাক আখুন্দ

সূত্র: টোলো নিউজ।