এখনও একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে পারলাম না: ফখরুল

0
356

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫০ বছরের মতো হতে যাচ্ছে স্বাধীনতার। আমরা এখন পর্যন্ত একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে পারলাম না। যার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সুস্থ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করতে পারবো। দুর্ভাগ্য আমাদের।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসবভনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন আসলেই বাংলাদেশে সমস্যার সৃষ্টি হয়। এটা কেন? অন্যান্য উন্নয়নশীল রাজনৈতিক দেশগুলোতে তো এমনটি হয় না। পাশের দেশ ভারতেও এতো সমস্যা, তারপরও নির্বাচন নিয়ে কোন সমস্যা তৈরি হয় না। কারণ তারা একটা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান গঠন করেছে। সে প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আয়োজন করে। কিন্তু আমাদের এখানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে এই সরকার নির্বাচিত নয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফ, যুবদলের সভাপতি আবু নূর, ছাত্র-দলের সভাপতি কায়েসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here