এখনো রাখাইনে জ্বলছে রোহিঙ্গা গ্রাম: অ্যামনেস্টি

0
322

ম্যাগপাই নিউজ ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের গ্রামগুলোকে এখনো নতুন করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। স্যাটেলাইটের ছবি ও ভিডিও’র সাহায্যে এর প্রমাণ হাজির করে তা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এ নিয়ে সংস্থাটির দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক তিরানা হাসান জানান, ‘গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিথ্যাচার করেছেন সু চি। তার দেয়া তথ্যমতে ৫ সেপ্টেম্বরের পর থেকে সেখানে আর কোনো অভিযান চালায়নি সেনাবাহিনী। কিন্তু গত শুক্রবারেও স্যাটেলাইটের ছবিতে সেখানে আগুনের চিহ্ন পাওয়া গেছে। উড়তে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী।’

তিরানা হাসান আরও বলেন, ‘মিয়ানমারে সেনা অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পরও আমরা দেখছি, রোহিঙ্গাদের ঘরবাড়ি ও গ্রাম পোড়ানো হচ্ছে। ভয়ে রোহিঙ্গারা এলাকা ছেড়ে পালাচ্ছে। অভিযানে রোহিঙ্গাদের শুধু গ্রাম থেকে তাড়ানোই হচ্ছে না, তারা যাতে আর ফিরতে না পারে, সে জন্য ঘরবাড়ি পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে।’ টরন্টো স্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here