এবার ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান (ভিডিও)

0
359

ম্যাগাপাই নিউজ ডেস্ক: তেহরানে সামরিক কুচকাওয়াজ শেষে শুক্রবার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবিও করেছে দেশটি।

উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-তে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি আকাশে ছোড়া হচ্ছে। এটির পাল্লা দুই হাজার কিলোমিটার বলে জানানো হয়।

এ ব্যাপারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচালক জানান, ‘খোররামশাহর’ নামের ক্ষেপণাস্ত্রটি থেকে ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুহূর্তটিও ভিডিওতে ধারণ করা হয়েছে। এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেন, আগের দুই ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি আকারে ছোট এবং বেশি কার্যকর।

এর আগে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট হাসান রুহানি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ‘খোররামশাহর’ হচ্ছে ইরানের দুই হাজার পাল্লার তৃতীয় ক্ষেপণাস্ত্র। কয়েক বছর আগে একই পাল্লার ‘কাদ্র-৫’ এবং ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here