এবার চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি দায়েরে এলাকাজুড়ে তোলপাড় সহ বিস্তর অভিযোগের পাহাড়!

0
376

ঝিনাইদহের বাজার গোপালপুর পুুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে গরু                          চোরকে নিয়ে ঘাপলাবাজীর পর

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের বাজার গোপালপুর পুুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে গরু চোরকে নিয়ে ঘাপলাবাজীর পর এবার চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি দায়েরে এলাকাজুড়ে তোলপাড় সহ বিস্তর অভিযোগের পাহাড়! ক্ষমতার অপব্যবহার করে আটক হয়রানি, চাঁদবাজি, মেম্বারদের তুচ্ছ-তাছিল্য করার অভিযোগ উঠেছে। একই সাথে মধুহাটি ইউনিয়নের জুয়েল চেয়ারম্যান কর্তৃক বাজার গোপালপুর পুুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সঞ্জয় কুমারকে হেনস্থ করার অভিযোগে ঝিনাইদহ সদর থানায় এসআই সঞ্জয় কুমার চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি দায়ের করেছেন শুনে এলাকাবাসির মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ এবং পুলিশের উর্দ্ধতন একাধিক কর্মকর্তাকে ইউপি চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অবগত করেছেন। অভিযোগে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর পুুলিশ ক্যাম্পে এসআই সঞ্জয় কুমার যোগদানের পর থেকেই অসৌজন্যমুলক আচরনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে আটক হয়রানি ও নানাভাবে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। এসকল ঘটনায় গ্রামবাসি প্রতিবাদ তো দুরের কথা ভয়ে কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস পাচ্ছেনা। কেউ কথা বলতে চাইলে নাশকতা মামলায় ফাঁসিয়ে দেয়াসহ চরম খেসারত দিতে হবে বলে হুমকি দিচ্ছেন সঞ্জয়। এমতাবস্থায় তার অপ-কর্মে গ্রামবাসি অতিষ্ট হয়ে পড়েছেন। গ্রামবাসির প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বেড়াশুলা গ্রামের কাশেম আলির ছেলে নাইম এবং টেংরার ছেলে ওসমান আলির বিরুদ্ধে একই গ্রামের জনৈক প্রবাসির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ তোলেন। এই ঘটনায় তিনি নাইম ও ওসমানকে না পেয়ে তার বৃৃদ্ধ পিতা টেংরাকে, বাল্য বিয়ের অভিযোগ তুলে মামুনশিয়া গ্রামের নুর ইসলামের ছেলে আমিরুল ইসলাম ও মধুহাটি গ্রামের আব্দুল মালেকের মেয়ে জহুরা খাতুনকে, বাজার গোপালপুর গ্রামের চিত্তর ছেলে বিপুুল ও তার দুই বন্ধুকে আটক করে স্বর্ণ চোরাচালানি বানানোর চেষ্টা করেছেন। চোরকোল গ্রামের লাল মোহাম্মদের ছেলে সবুজ ও রেজাউল ইসলামের ছেলে জুয়েল রানাকে বাজার গোপালপুর দাখিল মাদ্রাসার নিকট থেকে গাঁজাসহ আটক করা হয়েছে বলে দাবি তুলে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া দুর্গাপুুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুুল আজিজকে আটক করে গরু চোর বানানোর চেষ্টা করেছেন, যাদবপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে মতিয়ার রহমান মোতে, হাজিডাঙ্গা গ্রামের মিন্টু মিয়ার ছেলে টিটুল হোসেন, আব্দার মন্ডলের ছেলে ঝন্টু মন্ডলসহ প্রায় ১৪-১৫ জনকে আটক করে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া বাজার গোপালপুর-ডাকবাংলা, বাজার গোপালপুর-জিয়ানগর-ঝিনাইদহ-কোটচাঁদপুুর-কালীগঞ্জ সড়কে চলাচলকারি নছিমন, করিমন, গ্রামবাংলা ও আালমসাধু পরিচালকদের নিকট থেকে মাসিক চুক্তি মাফিক চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রামবাসির অভিযোগে আরো জানা গেছে, বর্তমানে এলাকায় চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ৮মাসে একই কৃষকের ৫টি গরুসহ প্রায় ৩০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ৬ কৃষকের বাড়িতে এবং ৩টি সড়কে গাছ ফেলে যানবহনের গতিরোধ করে ডাকাতি হয়েছে। গ্রামবাসি এসকল ঘটনার হাত থেকে রেহাই পেতে রাত জেগে দলবেধে পাহার দিচ্ছেন। ঠিক তখনই তিনি প্রকৃত অপরাধিদের ধরতে না পেরে যেসকল ব্যাক্তির সাথে বিরোধ রয়েছে তাদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মধুহাটি ইউপি চেয়ারম্যান অভিযোগ করে জানান, বর্তমান পুলিশ ক্যাম্প ইনচার্জ যোগদানের পর থেকেই অসৌজন্যমুলক আচরন করছেন। গ্রামের সাধারন লোকজনকে আটক করে হয়রানির পাশাপাশি মেম্বরদের তুচ্ছ তাছিল্য করে চলেছেন। এলাকায় চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রকৃত চোরকে আটক করতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রামবাসি এসকল কর্মকান্ড থেকে মুক্তি পেতে চাই। এ বিষয়ে বাজার গোপালপুর পুুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সঞ্জয় কুমার জানান, এলাকায় একটি গ্রুপ নতুন করে অপরাধে জড়িয়ে পড়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে দুু’জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে গ্রামবাসিকে পাহারা দিতে বলেছি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here