এবার বিদ্যুৎ অফ করে মাথা কেটে নেওয়ার গুজব!

0
471

নিজস্ব প্রতিবেদক : ছেলেধরার গুজবে সারাদেশ যখন টালমাটাল, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ না থাকার গুজবও ছড়ানো হচ্ছে। বিষয়টি জানিয়ে তা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এই আহ্বান জানিয়ে বিদ্যুত সরবরাহে কোনো সমস্যা নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন।

পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে বলে গুজব ছড়ানোর পর ছেলেধরা সন্দেহে গত কয়েকদিনে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত হন।

এর মধ্যেই ‘বিদ্যুৎ থাকবে না’ বলেও গুজব ছড়ানো হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নজরে আসার পর সচিবের এই আহ্বান আসে।

জ্যেষ্ঠ সচিব কায়কাউস বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোড শেডিং ছিল না।

তিনি আরো বলেন, আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না।

এভাবে আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না জানিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন বিদ্যুৎ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here