এবার রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

0
348

প্রযুক্তি ডেস্ক: ক্রাইও-ইলেক্ট্রন মাইক্রোস্কোপি নিয়ে গবেষণা করে এবার রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী।

বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই পুরস্কারের জন্য সুইজারল্যান্ডের জ্যাক দোবোশে, যুক্তরাষ্ট্রের জোয়াকিম ফ্রাঙ্ক এবং ব্রিটেনের রিচার্ড হেন্ডারসনের নাম ঘোষণা করে।

অ্যাকাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আণবিক পর্যায়ে প্রাণ রসায়নের গবেষণায় এতদিন ফাঁক থেকে যেত কারণ বিদ্যমান প্রযুক্তি দিয়ে ওই পর্যায়ের ছবি পাওয়া সম্ভব ছিল না। ক্রাইও-ইলেকট্রন মাইক্রোস্কোপি তা সম্ভব করেছে।

‘গবেষকরা এখন কোষের আণবিক পর্যায়ের যে কোনো অবস্থার ছবি ধারণ করে ধারণ করতে পারবেন, যা জীবনের মৌলিক রসায়ন বোঝার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তৈরির ক্ষেত্রে সহায়ক হবে।’

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আরো জানিয়েছে, পুরস্কারের অর্থমূল্য ৯০ লাখ ক্রোনার (সুইডিশ মুদ্রায়)। বাংলাদেশি মুদ্রার এই পুরস্কারের মূল্য দাঁড়ায় ৯০ কোটি টাকা। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here