এবার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পথে নামলেন চলচ্চিত্র পরিবার

0
408

জলসা ডেস্ক: জলসা ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেই সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে।

চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, আমজাদ হোসেনসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। বক্তৃতায় সেখান সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here