এবার শৈলকুপার সেই প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে স্কুলে তালা

0
345

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ফৌজদারী মামলা ও দুর্ণীতির অভিযোগে উত্থাপিত হওয়ায় অপসারণের দাবীতে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ। রোববার বিকালে প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দারকে অবাঞ্চিত ঘোষনা করার পাশাপাশি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক-কর্মচারী এক সভা আহবান করে প্রধান শিক্ষিকাকে প্রতিরোধের ঘোষনা দেন। ক্ষুদ্ধ শিক্ষক কর্মচারীরা প্রধান শিক্ষিকাসহ সকল শ্রেণী কক্ষ, ল্যাব ও অন্যান্য কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের ঘোষনা সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, বিদ্যালয়কে বাঁচানো ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষিকাকে অপসারন করতে হবে। ফলে আর্থিক দুর্ণীতি, শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের সাথে সর্বদা দুর্ব্যবহার, চাকুরী থেকে শিক্ষক-কর্মচারীদের অপসরণের হুমকি, বিদ্যালয়ের শৃঙ্খলা না মানাসহ ফৌজদারী মামলার আসামী হওয়ায় প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার কে অবাঞ্চিত ঘোষনা করা হলো। এ ব্যাপারে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক তৈয়বুর রহমান খান জানান, আমি কোন ঝামেলাতে জড়াতে চাই না, বারবার মিমাংসা করে দেয়া হচ্ছে তবুও পরক্ষনেই নানা ঘটনা ঘটছে। ইতিপুর্বে প্রধান শিক্ষিকাকে মারধরসহ তার অপসারণের দাবীতে রাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেন শিক্ষক কর্মচারীরা। উল্লেখ্য, ঝিনাইদহের ৩ সিনিয়র সাংবাদিকের ছবি বিকৃতি করে ফেসবুকে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার কুরুচিপুর্ন পোষ্ট দেন। এতে ডিজিটাল নিরাপত্তা আইনে শৈলকুপার সাংবাদিক শামিম বিন সাত্তার মামলা করেন। মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আবার জামিন নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here