এমপিওভূক্তির দাবিতে যশোরে কলেজ শিক্ষকদের মানববন্ধন

0
280

বিশেষ প্রতিনিধি : জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমুহে অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে যশোর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম যশোর শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের আহবায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক অংশ নেন।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, যশোরে ২৫টি বেসরকারি এমপিওভূক্ত কলেজে ২৫০জনসহ সারাদেশে ২৩২টি কলেজের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক নুন্যতম বেতনে অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদান করে যাচ্ছেন। ফলে দ্রব্যমূল্যের এ বাজারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা। নেতৃবৃন্দ বলেন, সরকার সম্প্রতি ২৬৮টি কলেজের নিয়োগপ্রাপ্ত তিন হাজার একশ’ অনার্স শিক্ষককে জাতীয়করণ করেছে। সরকারের এ অবদানকে স্বাগত জানিয়ে শিক্ষকরা বেসরকারি কলেজ সমুহে অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানকারী শিক্ষকদেরও এমপিওভূক্তির দাবি জানিয়েছেন।মানববন্ধনে অংগ্রহণ করেন শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সহ-সহভাপতি অধ্যাপক সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদুল হাসান বুলুসহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তি মানববন্ধনে অংশগ্রহণ করেন।