এমবিবিএসে দ্বিতীয়বার ভর্তিতে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত বহাল

0
383

শিক্ষাঙ্গান ডেস্ক: এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের পাঁচ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

পাঁচ নম্বর কেটে মেধা তালিকা তৈরিতে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট।

বুধবার রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা দু’টি আবেদনের শুনানি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। উল্লেখ্য, আসছে ০৬ অক্টোবর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here