এম এম কলেজে প্রফেসর সুধীররঞ্জন নাথকে বিদায় সংবর্ধনা

0
225

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সুধীররঞ্জন নাথকে অবসররোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিভাগের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।
এ আয়োজনে প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শেখ আবু শামীম ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. শওকত হোসেন। সহযোগি অধ্যাপক কামরুল এনামের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক হামিদুল হক শাহিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন এম এম কলেজের সহযোগি অধ্যাপক ড.খ.ম রেজাউল করীম, রাজশাহী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক জাকির আল ফারুকী, যশোর সরকারি সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহকারি অধ্যাপক বিষ্ণু কুমার পাল, এম এম কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, মাহাবুবা রহমান ও কুষ্টিয়া সরকারি কলেজের প্রভাষক শাহারিয়ার কবির। অনুষ্ঠানে স্মৃতিচারণ শেষে প্রফেসর সুধীররঞ্জন নাথকে ক্রেস্ট দিয়ে অবসররত্তোর সংবর্ধনা দেয়া হয়।