ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান

0
457

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ১৬তম বার্ষিক অনুষ্ঠান আগামী বাংলা ৩০শে মাঘ (ইং ১২ ফেব্রুয়ারি) রোজ মঙ্গলবার রাত্রিতে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা ১লা ফাল্গুন (ইং ১৩ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত কবিগান অনুষ্ঠিত হবে৷ কবিগান পরিবেশন করবেন নিউ রশিকলাল কবিদল কবি অপূর্ব সরকার ও বিধান সরকার মাদারীপুর৷ বাংলা ২রা ফাল্গুন (ইং ১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভাগবত আলোচনা ও শুভ গন্ধাধিবাস৷ বাংলা ৩ রা ও ৪ঠা ফাল্গুন (ইং ১৫ ও ১৬ ফেব্রুয়ারি) শুক্র ও শনিবার ব্রক্ষ মুহুর্ত হতে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষনাম সংকীর্তন৷ বাংলা ৫ই ফাল্গুন (ইং ১৭ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১০টায় পদবলী কীর্তন পরিবেশন করবেন কৃষ্ণা রাণী সম্প্রদায় নাম সমাপণান্তে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, ভোগ আরাধনা, দধিভঙ্গ, ভঞ্জন মহোৎসব অন্তে বিকাল ৩টায় মহাপ্রভুর প্রসাদ বিতরণ৷ অধিবাসের দিনে সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন শ্রী প্রশান্ত আত্মা বসু, যশোর৷ শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন বিদগ্ধ ভাগবদ আলোচক, মাষ্টার নির্মল সরকার, কৃষ্ণবাটী, মণিরামপুর ও সেবাচার্য্য ডাঃ হরি প্রসাদ দাস, শ্যামনগর সাতক্ষীরা৷ অধিবাস কীর্তন পরিচালনা করবেন দীনবন্ধু সম্প্রদায়, ভবানীপুর অভয়নগর৷ অনুষ্ঠানে মহাপ্রভুর ভোগ প্রসাদ দিতে ইচ্ছুক ভক্তবৃন্দ, নাম ও গোত্রসহ ২০১ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন৷ মহানাম সুধা পরিবেশন করবেন শ্রী অদ্বৈত্য সম্প্রদায় দাকোপ, খুলনা মাষ্টার মনাশীষ বালা, সংগীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। নবদ্বীপ সম্প্রদায় দাকোপ, খুলনা মাষ্টার সন্তেস বাবু৷ গৌরঙ্গ সম্প্রদায় সাতক্ষীরা মাষ্টার মহাদেব বিশ্বাস৷ আদি রাধাকৃষ্ণ সম্প্রদায় বাগেরহাট মাষ্টার অমলেন্দু রায়৷ ভক্ত রূপ সনাতন সম্প্রদায় নড়াইল মাষ্টার নিরঞ্জন বাবু৷ অধিবাস কীর্তন দীনবন্ধু সম্প্রদায় ভবানীপুর, অভয়নগর মাষ্টার ভক্তি সারঙ্গ দাস৷ পদাবলী কীর্তন-কৃষ্ণা রাণী সম্প্রদায় রাজগঞ্জ, মণিরামপুর মাষ্টার কৃর্ক্তি সারঙ্গ দাস৷ সার্বিক পরিচালনা করবেন রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশান ও দেবঙ্গনের সেবক বৃন্দ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here